এবার পাসকি দিয়েই চালু হবে অ্যামাজন সেবা!
অ্যামাজনের গ্রাহকরা এখন থেকে অ্যাপ এবং ওয়েবে সাইন ইন করতে পাসকি ব্যবহার করতে পারবেন ৷এক্ষেত্রে আঙুলের ছাপ, মুখ স্ক্যান বা লক স্ক্রিন পিনও ব্যবহার করতে পারবেন। গুগলের পর ব্যবহারকারীদের জন্য এমন সুবিধা আনছে এই মার্কিন ই-কমার্স জায়ান্টটি।
সহজে অথচ নিরাপদে যাতে নিজের অ্যামাজন অ্যাকাউন্টটি ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন, সেই কারণেই এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত।
আমাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ট্রেডওয়েল জানিয়েছেন, পাসওয়ার্ড ছাড়াও অতিরিক্ত নিরাপদে আমাজন অ্যাকাউন্ট ব্যবহারের দিকে একটা নতুন পদক্ষেপ করা হলো। এর ফলে আলাদা করে পাসওয়ার্ড মনে রাখারও দরকার হবে না। আপনি নিজের স্মার্টফোন অথবা ডিভাইসে যেভাবে মুখ দেখিয়ে কিংবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে পিন কোড ব্যবহার করেন, আমাজন অ্যাকাউন্টও সেভাবেই আনলক হয়ে যাবে।
সাধারণত পাসওয়ার্ড হিসেবে অনেকেই জন্ম তারিখ কিংবা নাম কিংবা ফোন নম্বর ব্যবহার করে থাকেন। যে পাসওয়ার্ড অনায়াসে হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। তাই আমাজনের দাবি, ফেসিয়াল রিকগনিশন অথবা স্ক্রিন পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট অত সহজে হাতানো যাবে না। তাই আমাজন অ্যাকাউন্ট আরও বেশি নিরাপদ থাকবে।
প্রাথমিকভাবে আইওএস এবং ওয়েবে এই সুবিধা চালু হচ্ছে। তবে শিগগিরই অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন বলেই জানিয়েছে অ্যামাজন।
ডিবিটেক/বিএমটি







